চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “নতুন বছর হোক গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বছর।” নববর্ষ বরণ অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই বছর হোক ভোটাধিকার পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার সময়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। নতুন বছর যেন হয় গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের বছর।”
তিনি এ কথা বলেন চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত নববর্ষ বরণ অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় পাঁচলাইশের “জুলাই স্মৃতি উদ্যান” (পুরাতন জাতিসংঘ পার্ক) প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, “আমরা যেমন ঋতুর সীমানা হারিয়ে ফেলছি, তেমনি রাজনৈতিক ভারসাম্যও হারাচ্ছি। বৈশাখে যেমন হঠাৎ বৃষ্টি নামে, তেমনি রাজনৈতিক পরিস্থিতিও যেন হঠাৎ হঠাৎ রূপ নেয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজসেবক রিয়াজুল আনোয়ার চৌধুরী সেন্টু, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ সেলিম, সহ-সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমদ বাবু, এক্সিকিউটিভ মেম্বার মো. নিজাম উদ্দিন, সৈয়দ নাসিম, মো. নজরুল আজাদ, মো. কায়সার, মো. নাদিম আহমদ, মহানগর বিএনপি সদস্য কামরুল ইসলাম, মো. লোকমান, নুরুদ্দিন আহমেদ রাজা, বদিউল আলম বদি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, “আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ের সমাজ গড়ি। নববর্ষ হোক পরিবর্তনের বার্তা নিয়ে আসা এক নতুন সূচনা।”