মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

“রাজনৈতিক অভিভাবক” পরিচয়ে মাদক ব্যবসা! ৯৪৯ পিস ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দলের দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের পটিয়ায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে পরিচালিত ইয়াবা ব্যবসার জালে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা ও তার ছোট ভাই। শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ৯৪৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসার টেক এলাকার মৃত জালাল আহমদের পুত্র জামাল উদ্দিন মিন্টু (৪৩) ও তার ছোট ভাই জসিম উদ্দিন বাচা (৪০)। জামাল উদ্দিন মিন্টু স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি ছিলেন।call me 01675040128

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রথমে ৩৪৯ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন বাচাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামাল উদ্দিন মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ক্যাশ বাক্স থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল এই দুই সহোদর। স্থানীয়ভাবে তারা রাজনৈতিক ছায়াতলে থাকায় কেউ মুখ খুলতে পারতেন না।SIBL

ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটিয়া কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি সূত্র জানায়, ইয়াবা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও