চট্টগ্রাম শহরের ডিসি হিলে বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে নববর্ষ বরণ অনুষ্ঠান। কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও এবার মঞ্চ এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ রোববার ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ‘র নববর্ষ বরণ অনুষ্ঠান চলছিল। এদিন সন্ধ্যা সাতটার দিকে ৫০/৬০ জন যুবক এসে অতর্কিত হামলা চালায়। এতে মঞ্চ এবং দর্শনার্থীদের জন্য রাখা চেয়ার ভাঙচর করে।
বৈশাখ উদযাপন পরিষদ সমন্বয়কারী সুচরিত দাশ খোকন গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষাঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। এর মধ্যে দুর্বৃত্তরা এসে মঞ্চে হামলা করল।
এ প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. আবদুল করিম লেন, অনুষ্ঠানস্থলে আমাদের আগে থেকেই ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।