মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ঢাবির চারুকলায় আগুনে পুড়লো ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বানানো মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।call me 01675040128

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। তিনি জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে৷

তিনি আরও জানান, আমরা ফজরের নামাজের পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।SIBL

পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন মিটিংয়ে বসবো, কী সিদ্ধান্ত হতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। মাথায় খাঁড়া শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। যেটি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁতাল মুখের একটি অবয়ব হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

সর্বশেষ

এই বিভাগের আরও