মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

জরিমানা আদায়ের ভোগান্তি ও ফাঁকফোকর এড়াতে সিএমপি’র নতুন পদ্বতি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায় আরো সহজ ও উন্নত মানের করতে POS মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি।

১০এপ্রিল,বৃহস্পতিবার বিকালে নগরীর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত পুলিশ অফিসারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ও চুক্তি স্বাক্ষরীত হয়।call me 01675040128

জরিমানা আদায়ের ভোগান্তি ও ফাঁকফোকর এড়াতে সিএমপি’র নতুন পদ্বতি, POS মেশিনের সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে খুব সহজেই তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিকাশ, নগদ ও মোবাইল ওয়ালেটসহ ২১ টি অনলাইন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবে।এ ছাড়াও বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট সুইফট অব বাংলাদেশ মোট ৫৬টিসহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বর্তমানে ট্রাফিক প্রসিকিউশন জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। জরিমানার টাকা কমিউনিটি ব্যাংকের Q Cash পেমেন্টর মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা হবে। এই প্রক্রিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই ডকুমেন্টস আটক রাখার প্রয়োজনও পড়বে না। মূলত জনগণের সুবিধার্থে এবং জনভোগান্তি কমাতে এই উদোগ গ্রহণ করে সিএমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, মো. সোহেল রানা টিম, লিডার পস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আইটি কনসালটেন্ট পিএলসি, মোহাম্মদ রিয়াজ উদ্দিন এসভিপি ও শাখা ব্যাবস্থাপক-আগ্রাবাদ, আবদুল্লাহ-আল-মামুন এসএভিপি ও শাখা ব্যাবস্থাপক-আন্দরকিল্লা, মোহাম্মদ আমিরুল ইসলাম এফএভিপি ও ম্যানেজার- ই-কমার্স; কিউআর ও ডিজিটাল পেমেন্টস, আসিফ ইমতিয়াজ মাহমুদ, অফিসার-আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, জুবায়ের তারেক হাসান, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ-আন্দরকিল্লা শাখা কমিউনিটি ব্যাংক।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও