মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চট্টগ্রামে বন্ধুত্বের নোঙর ফেলল রুশ যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে রাশিয়ার তিন যুদ্ধজাহাজ, সামরিক কূটনীতির বার্তা
নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ আজ রোববার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। যুদ্ধজাহাজগুলো হলো—‘রেজিক’, ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার বন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে, চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসাল ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।call me 01675040128

এর আগে, জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, রুশ রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।SIBL

এছাড়া, রুশ নাবিকরা পতেঙ্গায় নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সফরের অংশ হিসেবে তাঁরা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, আশার আলো স্কুল, এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রুশ জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

সফর শেষে জাহাজগুলো আগামী বুধবার বাংলাদেশ ত্যাগ করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও