ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে ।
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি। পরদিন রাতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।
সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে আটকের ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক আসিফ নজরুল বলেন, “মেঘনাকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি।”
এই প্রেক্ষাপটে ডিবি প্রধানের হঠাৎ পদচ্যুতি ঘটনাটিকে সংশ্লিষ্ট ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।