মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

পুলিশের নতুন লোগোতে ‘বিদায় নৌকা’, আসছে শাপলা-ধান ও গমের প্রতীক!

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

বাংলাদেশ পুলিশের লোগোতে বড় পরিবর্তন আসছে—বিদায় জানানো হচ্ছে দীর্ঘদিনের পরিচিত প্রতীক পালতোলা নৌকাকে। নতুন লোগোতে যুক্ত হচ্ছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ।

বৃহস্পতিবার (গতকাল) পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) নাছিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।call me 01675040128

নতুন লোগোর ডিজাইনে পাট পাতার মতো একটি টবে ‘পুলিশ’ শব্দটি লেখা থাকবে। পাশাপাশি শাপলা, ধান ও গমের শীষ থাকবে প্রধান প্রতীক হিসেবে। সংশ্লিষ্ট চিঠিতে জেলা ও ইউনিটগুলোকে তাদের পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ যাবতীয় সামগ্রীতে নতুন লোগোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মত লোগো পরিবর্তনের উদ্যোগ। এর আগে ২০০৪ সালে প্রথমবারের মত পুলিশি মনোগ্রাম পরিবর্তন করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের পরিবর্তনের প্রেক্ষিতে পুলিশের পোশাক ও লোগো নিয়ে জনমত তৈরি হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।SIBL

১১ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের লোগো ও ইউনিফর্মে পরিবর্তনের প্রস্তাব আসে। এরপর ১২ আগস্ট অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও