মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চট্টগ্রাম নগরে ৫ আগস্টে গুলিতে শ্রমিকের মৃত্যুর ৮ মাস পর মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম নগরে গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মো. ইউসূফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পরিবার।

বুধবার (৯ এপ্রিল) ঘটনার আট মাস পর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় এ মামলা করেন ইউসুফের বাবা।call me 01675040128

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত ইউসুফ হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের বাসিন্দা।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌফিক আহম্মেদ চৌধুরী, আরশাদুল আলম বাচ্চু, জাফর আলম চৌধুরী, আবদুস সবুর লিটন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু প্রমুখ।SIBL

ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট বিজয় মিছিল-পরবর্তী সময়ে দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিক মারা যান। মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও