পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা এবার পাচ্ছেন পান্তা-ইলিশ। বাংলা নববর্ষ ১৪৩২-এ বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী আয়োজন।
রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। তিনি জানান, কারা অধিদপ্তরের নির্দেশনায় দেশের বিভিন্ন কারাগারের মতো চট্টগ্রামেও বৈশাখী উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার বন্দিদের জন্য উন্নত খাবারসহ পান্তা-ইলিশ পরিবেশন করা হবে।
কারাগারের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বন্দি শিল্পীরা এবং এরই পাশাপাশি বাইরের শিল্পীরাও বৈশাখী গান পরিবেশন করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাখা হয়েছে খাবারের বিরতি।
জেল সুপার আরও জানান, দীর্ঘ কয়েক বছর পর এবার আবার পান্তা-ইলিশ রাখা হচ্ছে বন্দিদের জন্য। ইলিশ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় মাছ সরবরাহকারীদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।
এছাড়াও দুপুরের খাবারে থাকছে পোলাও, মুরগির মাংস, মিষ্টি ও পান-সুপারি। রাতের খাবার থাকবে স্বাভাবিক নিয়মে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এই আয়োজন বন্দিদের মাঝে উৎসবের আমেজ আনবে বলে আশাবাদী কারা কর্তৃপক্ষ।