নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ফর্মের তুঙ্গে থাকা স্পোর্টিং লিসবনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। আর ফরাসি ক্লাব ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে মঙ্গলবার (২৬ নভেম্বর) জয় পেয়েছে বার্সেলোনা।
লা লিগায় টানা দুই ম্যাচে জয় না পেলেও, চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ১০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানডোভস্কি। পেনাল্টি থেকে গোল করেন পোলিশ এই স্ট্রাইকার। প্রথম হাফে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয় হাফে দুইটি গোল করে বার্সেলোনা। ৬৬ মিনিটে ওলমো এবং নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে (৯২তম) নিজের দ্বিতীয় এবং বার্সেলোনার তৃতীয় গোলটি করেন লেভা। এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো বার্সেলোনা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২।
চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। আর্সেনালের বিপক্ষে হারের পূর্বে তারা প্রথম চার ম্যাচেই অপরাজিত ছিল। তবে মঙ্গলবার ঘরের মাঠে উড়ে গেছে স্পোর্টিং। প্রথম হাফেই স্পোর্টিংয়ের জালে তিন গোল দেয় আর্সেনাল। ম্যাচের সপ্তম মিনিটে গোলের শুরুটা করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২২তম মিনিটে জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ এবং প্রথম হাফে বাড়ানো সময়ে গোল করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল।
তবে দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ করে স্পোর্টিং। ৪৭ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে গোল করেন ইনাসিও। তবে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে সাকা এবং ৮২ মিনিটে লিয়েন্দ্রো ট্রসার্ড গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন। দুই দলেরই ৫ ম্যাচে ১০ পয়েন্ট। টেবিলে আর্সেনাল সাতে এবং স্পোর্টিং আটে অবস্থান করছে।
এদিকে রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লেভারকুসেন এবং ইন্টার মিলান। ঘরের মাঠে আরবি সালজবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন। আর লাইপজিগকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ইন্টার মিলান।