মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিলো ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।call me 01675040128

তিনি বলেন, রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রবিবার দাফন করা হবে।

বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।SIBL

শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুটি ছবি হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

সর্বশেষ

এই বিভাগের আরও