মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নিজামপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আবুল মনছুর

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র বিদ্যালয় পরির্দশক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা চট্টগ্রামের  মীরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।তাঁর বাড়ী সীতাকুণ্ড উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ  হয়ে  আবুল মনছুর প্রথমে  ১৮ নভেম্বর ১৯৯৩ সালে প্রভাষক পদে যোগদান করেন কক্সবাজার সরকারি কলেজে। এখানে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করার পর  তিন বছরের মধ্যে তিনি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সহকারী বিদ্যালয় পরির্দশক হিসেবে যোগ দেন। এরপর ২০০২ সালে যোগ দেন  রাঙ্গামাটি সরকারি কলেজে।call me 01675040128

এরপর চট্টগ্রাম সরকারি  সিটি কলেজে ২০০৫ সাল পর্যন্ত শিক্ষকতার পর সহকারী  অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে যোগ দেন পটিয়া সরকারি কলেজে। এরপর চট্টগ্রাম  সরকারি মহিলা কলেজে ২০১০  সাল পর্যন্ত সহকারী  অধ্যাপক হিসেবেও বেশ সুনামের সাথে দায়িত্ব পালনের পর  চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে  বিদ্যালয় উপপরির্দশক হিসেবে যোগ দেন।  এখানে ২০১৯ সালে  বিদ্যালয় পরির্দশক হিসেবে পদোন্নতি পান।

অত্যন্ত কর্মঠ ও দায়িত্ব পালনে আন্তরিক অধ্যাপক মনছুর  চাকরির পাশাপাশি সরকারি -বেসরকারি ও বিভিন্ন সামাজিক  নানা কর্মকাণ্ডে দায়িত্ব পালনে বেশ সচেষ্ট থাকেন সবসময়।  তিনি ১৯৯৩- ৯৬ সাল পর্যন্ত কক্সবাজার সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষার জেলা কমিটির  সাধারণ সম্পাদক ছিলেন।SIBL

এরছাড়া চট্টগ্রাম সরকারি  সিটি কলেজে ছাত্র সংসদ এর উপদেষ্টা এবং শিক্ষার্থীদের ছাত্র-শিক্ষক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০০৫ সালে পটিয়া সরকারি কলেজে শিক্ষক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এখানেও ছাত্র শিক্ষকের সম্পর্কন্নোয়নে জোরালো ভূমিকা পালন করেন তিনি। এছাড়া তিনি কলেজের বেদখল ভূমি উদ্ধারে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন।

২০০৮-১০ সাল পর্যন্ত চট্টগ্রাম  সরকারি মহিলা কলেজে  শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে  সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক  আবুল মনছুর ভূঁঞা সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম অঞ্চলের  সাধারণ সম্পাদকের  দায়িত্ব পালন করেছেন তিন মেয়াদে।

এছাড়া তিনি সীতাকুণ্ড  সমিতি- চট্টগ্রামের সাধরণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক মনছুর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। সীতাকুণ্ড ডায়াবেটিস সমিতি ও ডায়বেটিস  হাসপাতাল এবং সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর  ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি নিজ এলাকা লালানগর বিজ্গান মাদ্রাসার  উপদেষ্টা এবং সানু ভূইয়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

সর্বশেষ

এই বিভাগের আরও