প্রকাশের সময়:
শুক্রবার ২৩ জুন ২০২৩ ০৬:৫৭:০০অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না, জানালেন নেইমার

ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে বাজে সময় পার করছে ব্রাজিল। অনেকেই ব্রাজিল দলে নেইমারের অভাব অনুভব করছেন। ইনজুরি থাকায় জাতীয় দলের জার্সিতেও মাঠে নামা হচ্ছে না ৩১ বছর বয়সী এই ফুটবলারকে। কাতার বিশ্বকাপ শেষে নেইমার বলেছিলেন আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না সেটি নিজেও জানেন না। ২০২৬ বিশ্বকাপে নেইমারের বয়স হবে ৩৪ বছর। সবকিছু ঠিক থাকলে সেই বিশ্বকাপ খেলারই ইঙ্গিত দিলেন এই তারকা ফুটবলার।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। সেই বিশ্বকাপের আরও তিন বছর বাকি থাকলেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার কথা ইতোমধ্যেই প্রকাশ করেছেন নেইমার।

নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ৯০০ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নেইমারের সতীর্থ রদ্রিগোও। সেই অনুষ্ঠানেই নেইমার কথা বলেন ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে। আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘ঈশ্বর চাইলে খেলব।’

২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গ ছাড়াও নেইমার কথা বলেন আনচেলত্তি ইস্যুতে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার মনে করেন বিদেশি কোচের অধীনে ভালো অভিজ্ঞতা হবে ব্রাজিলের। তিনি বলেন, ‘ব্রাজিলের এখন বিদেশি কোচ নিয়োগের ভালো সুযোগ রয়েছে। আনচেলত্তি এমন একজন কোচ যিনি প্রায় সব শিরোপাই জিতেছেন। আমি নিশ্চিত তিনি আমাদের অনেককিছু শেখাতে পারবেন।’ 



আরও খবর