মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ ০৫:০৭:০০অপরাহ্ন
শান্ত ও লিটনের দাপুটে ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

মিরপুরের স্লো উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। অনুমেয় ছিল, ব্যাটিংয়ে দুদলই বেশ স্ট্রাগল করবে। কিন্তু বাংলাদেশ ইনিংসের একদম শুরুতেই সে ধারণা মিথ্যা প্রমাণ করলেন টাইগারদের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। তিনে নেমে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন নাজমুল হোসেন শান্তও। তাতে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে সাকিব আল হাসানের দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন ওপেনার লিটন দাস।
সিরিজের গত দুই ম্যাচে টসে জিতেছিল বাংলাদেশ আর নিজেদের ইচ্ছা অনুযায়ী করেছিল আগে বোলিং। তৃতীয় ম্যাচে এসে প্রথমবার টসে হারেন টাইগার অধিনায়ক সাকিব আল হসান। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ কাপ্তান জস বাটলার।
টস না জিতলেও মিরপুরের স্লো উইকেটে ঠিকই বাজিমাত করেছেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৪৬ রান। ২২ বলে ২৪ রান করা রনি তালুকদারকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি এনে দেন আদিল রশিদ। তবে সেই স্বস্তি কতক্ষণের।
আগের দুই ম্যাচের মতোই এই ম্যাচেও ফর্মের ধারাবাহিকতা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। দীর্ঘদিন ধরে রানের বাইরে থাকা লিটন দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন বছরে নিজের প্রথম ফিফটি। দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৮৪ রান।
ক্রিস জর্ডান লিটনকে ফেরানোর পর বাংলাদেশ ইনিংসে কিছুটা ভাটা পড়ে। শেষেরদিকে খুব একটা রান আসেনি। ১৬-২০ ওভারে বাংলাদেশ করে ২৭ রান। শান্ত ৩৬ বলে ৪৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাকিব করেছেন ৪ রান। তাতে বাংলাদেশের ইনিংস থামে ১৫৮ রানে।