প্রকাশের সময়:
সোমবার ১৩ মার্চ ২০২৩ ০২:৪১:০০অপরাহ্ন

লঙ্কানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নাটকীয় ম্যাচে কিউইদের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। ক্রাইস্টচার্চে সোমবার (১৩ মার্চ) লঙ্কারদের দেয়া ২৭৫ রানের টার্গেট শেষ বলে তুলে নিয়ে রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। আর কিউইদের এই জয়েই কপাল খুলে যায় ভারতের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত।

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট জিতে, ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এরপর অজিদের সঙ্গে ফাইনাল কে খেলবে তার জন্য দুই ভিন্ন টেস্টে লড়াই করছিল ভারত ও শ্রীলঙ্কা। যদিও আগে থেকেই ফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে ছিল রোহিত শর্মার দল।

তবে সোমবার শ্রীলঙ্কার হারে শতভাগ নিশ্চিত হয় জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। গত বছরে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছিল ভারত। তবে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারা।

এদিকে ৭৫ বছর পর টেস্ট ম্যাচে শেষ বলে জয় দেখল ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কার দেয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একসময় সহজই মনে হচ্ছিল লক্ষ্যটা। তবে শেষ দিকে লঙ্কান বোলারদের তোপে উইকেট হারিয়ে বিপদে পরে স্বাগতিকরা। একসময় মনে হচ্ছিল, ম্যাচটা ড্র-ই হয়ে যাবে। তবে কেন উইলিয়ামসনের ব্যাটে শেষ পর্যন্ত শেষ বলে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে এগিয়ে গেল কিউইরা।



আরও খবর