শনিবার ২৪ জুন ২০২৩ ০৮:৪০:০০অপরাহ্ন
রুশ প্রেসিডেন্ট পুতিন কোথায়?

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনী বিদ্রোহ ঘোষণার পর প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট পুতিন কোথায়? অনেকে ধারনা করেছেন তিনি হয়তো পালিয়ে আছেন। তবে প্রেসিডেন্টের মুখপাত্রা দিমিত্রি পেসকব নিউজ এজেন্সি তাসকে জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনেই কাজ করছেন। খবরবিবিসি
ওয়াগনার বাহিনী মস্কো দখল করার জন্য রওয়ানা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পুতিনের অবস্থান নিয়ে গুজব ছড়ায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকীদের একজন লিখেছেন, ভ্লাদিমির পুতিন একটি বিশেষ বিমানে স্থানীয় সময় ২টা ১৬ মিনিটে রাজধানী মস্কো ত্যাগ করেছেন।
ফ্লাইট রাডার ট্রাকিং সার্ভিস জানিয়েছে, Il-96-300PU মডেলের বিমানটি মস্কো থেকে উত্তর-পশ্চিম দিকে যাওয়ার পরই সেটির আর হদিস পাওয়া যায়নি। তবে এ বিমানে পুতিন রয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন মস্কোর উত্তর-পশ্চিমে অবস্থিত লেক ভালদাইতে তার বিস্তীর্ণ বাসভবনে অনেক সময় ব্যয় করেন এবং দৃশ্যত স্থায়ীভাবে রাজধানীতে থাকেন না।
ওয়াগনার বাহিনীর ওপর গুলি চালিয়েছে রাশিয়ার বিমানবাহিনীর হেলিকপ্টর। শনিবার (২৪ জুন) বিকেলে তাদের সেনা বহরে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়েছে। মূলত ওয়াগনার গ্রুপ যেন মস্কোতে পৌঁছতে না পারে সেজন্য এই হামলা চালানো হয়েছে।