প্রকাশের সময়:
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৪:০০অপরাহ্ন
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৪:০০অপরাহ্ন
যে চার কারণে রাজকে ডির্ভোস দিয়েছেন পরীমণি

খাদের কিনারে থাকা আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। বিচ্ছেদের কাগজ জারি করলেন খোদ পরী নিজেই।
যেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরী।
সেখানে তিনি কারণ হিসেবে জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি।
আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী পরী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান। এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি।
উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা একই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
আরও খবর
সর্বশেষ সংবাদ