বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শনিবার ২৪ জুন ২০২৩ ০৪:০৯:০০অপরাহ্ন
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরে, টুর্নামেন্ট শুরু জাতীয় নির্বাচনের পর

চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই আগামী তিন বছর এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে বিসিবি। কিন্তু আসন্ন আসরের সময় নিয়ে কিছুটা দোটানা রয়েছে।
কারণ আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা, ওই সময়েই বিপিএলও মাঠে গড়ায়।
তবে নির্বাচনের জন্য বিপিএল খুব একটা পেছাচ্ছে না। জাতীয় নির্বাচনের দিন কয়েক পরই এই টুর্নামেন্ট শুরুর আশা করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। যদিও বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সময় কিছুটা এগিয়ে আসছে বলে জানান তিনি।
মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচনের তারিখটা এখনো ঘোষণা দেয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নির্বাচনের পরপরই যেন বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে। ’
‘সেক্ষেত্রে হয়তো ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে। ’
বিপিএলের সময়টাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়। তখন তারকা ক্রিকেটারদেরও পাওয়া যায় না। এ ব্যাপারে বিসিবির তেমন কিছু করার নেই জানিয়ে মল্লিক বলেছেন, ফ্র্যাঞ্চাইজিদের প্লেয়ার্স ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানিয়েছেন তারা।
তিনি বলেন, ‘বিসিবির ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগে থাকে। গতবার যারা ছিল তাদের আমরা জানিয়ে দিয়েছি সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করবো। আমরা খেলাটা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করবো। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে। ’
বিপিএলে প্রতি বছরই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমস্যা হয়। আগেরবার যারা ছিলেন, তারা কী এবার থাকবেন? এমন প্রশ্নে মল্লিক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি তো দেখেন আর্থিক নিয়ম এবং টার্ম অ্যান্ড কন্ডিশন মানতে হবে। আমাদের কাছে দুই তিনটা প্রস্তাব আছে। যদি কেউ চালিয়ে নিতে চায়, আমরা বিকল্প নেব। ’