বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ ১০:৪৯:০০অপরাহ্ন
তফসিল ঘোষণা করায় চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে চট্টগ্রামে ৮নং শুলকবহর ওর্য়াড কাউন্সলির ও আওয়ামী লীগ নেতা মোঃ মোরশদে আলম-এর নতেৃত্বে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা নগরের বিভিন্নি গুরুত্বর্পূণ সড়ক পদক্ষিন করে ২নং গেইট মোড় জয় বাংলা চত্বরে এসে শষে হয়।
মিছিলের বক্তরা বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানা ধরনের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে প্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে।
এর আগে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামী বছরের (২০২৪) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।