শনিবার ২৪ জুন ২০২৩ ০৬:২৮:০০অপরাহ্ন
চট্টগ্রামে ৪ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) ভোররাতে কোতোয়ালি থানাধীন আলমাস সিনেমা হলের সামনে ও চকবাজার থানাধীন চট্টেশ্বরী রবি দাশ কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, এক হাজার লিটার চোলাই মদ এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পশ্চিম সাচার জমাদ্দার বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাহিন (৩৮), চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পূর্ব-চাম্বল গ্রামের মৃত বিজয় তালুকদারের ছেলে রনজিৎ তালুকদার (৪৭), মহানগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনির মিলন দাশের ছেলে শিবলু দাশ (৩৮) ও কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন দরোরা বাজার কামার বাড়ির মৃত সুনীল কর্মকারের ছেলে সজল কর্মকার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমাস সিনেমা হলের সামনে ও চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।