রাঙ্গুনিয়ায় বিআরবি-২ নামে
প্রকাশের সময়:
বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৬:৪৫:০০অপরাহ্ন

ইটভাটার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটার দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামপুর এলাকায় একটি ইটের ভাটায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ হারুন (৬০)।

স্থানীয়রা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাদেকনগর এলাকায় বিআরবি-২ নামে ইটভাটায় কয়লার ঘরের মেরামত করার সময় আকস্মিকভাবে ওই শ্রমিকের ওপর ইটের দেয়াল ধসে পড়ে। এতে শ্রমিক হারুন আহত হন। তাকে উদ্ধার করে রাউজান জে.কে গহিরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।



আরও খবর